চন্দন চক্রবর্তী স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৮ অক্টোবর-২০২২,শনিবার।
নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় শনিবার মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ পলাতক আসামীসহ ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সদর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পলাতক আসামী সাজ্জাদ নুর, আব্দুল করীম, কায়েশ মিয়া এবং নিয়মিত মামলার আসামী মো. শহিদ মিয়া, আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।