নেত্রকোনা জেলা প্রতিনিসধি: ১৮ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে রোববার সকাল ৯টায় জেলা শহরের কুরপাড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অনীক মাহবুব চৌধুরী প্রমুখ।