চন্দন চক্রবর্তী ,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২২ অক্টোবর-২০২২,শনিবার।
নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে জেলা শহরের অজহররোডস্থ কার্যালয়ে ‘ সংগঠনের শক্তি সংহত করি, সংগঠনের অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি’ ¯েøাগানকে লালন করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক পক্ষ ১৭-৩১ অক্টোবর পালন উপলক্ষ্যে সকল শ্রেনী পেশার মানুষের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি পারভীন সুলতানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শিপ্রা সিংহের সঞ্চালনায় আলোচনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, মহিলা পরিষদের উপদেষ্ঠা নেলী বড়–য়া, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, অর্থ সম্পাদক আফরোজা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু সরকার, প্যানেল আইনজীবি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ, অ্যাডভোকেট দিলোয়ারা বেগম প্রমুখ।