নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ১৫ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, অ্যাডভোকেট ইফতেকার উদ্দিন মাসুদ, সদর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান মানিক, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা নির্মল চন্দ্র দাস প্রমুখ।