চন্দন চক্রবর্তী ,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা ঃ১৪ অক্টোবর-২০২২,শুক্রবার।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারন সম্পাদক চিন্ময় তালুকদার প্রমুখ।