Logo
ব্রেকিং :
দৌলতপুরে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা জনসভায় পরিণত আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সভায় সাধারণ সম্পাদকের হাতে সাংগঠনিক সম্পাদকে লাঞ্ছিত নগরকান্দায় জেলা প্রশাসক গোল্ডকাপ -২০২৩ ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত  ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত  নেত্রকোনায় আমন চাল সংগ্রহ অভিযান নেত্রকোনায় ইমামদের চেক বিতরন বর্ধিত সভায় সিদ্ধান্ত নেবো কিভাবে নৌকার প্রার্থীকে বিজয় করা যায় – টাঙ্গাইলে কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময় দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময়
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নেত্রকোনায় সারের কোন সংকট নেই সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা -অঞ্জনা খান মজলিশ

রিপোর্টার / ১৩০ বার
আপডেট শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

 নেত্রকোনা  জেলা প্রতিনিধি:১০ সেপ্টেম্বর-২০২২,শনিবার।

নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জনা খান মজলিশের দিকনির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারসহ জেলার সকল ইউএনওগণ, সকল উপজেলা সহকারী কমিশনার (ভুমিগণ), জেলা প্রশাসনের দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নিয়মিত মনিটরিংয়ের ফলে জেলার ৮৬টি ইউনিয়নের কোথাও শনিবার পর্যন্ত সারের কোন সংকট নেই।
জানা গেছে, সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন, দক্ষিণ বিশিউড়া, আমতলা, রৌহা, মদনপুর ইউনিয়নে সার ডিলারদের সরবরাহ, বিক্রয়, স্টক রেজিস্টার, ক্যাশ মেমোসহ মূল্য তালিকা প্রদশর্নের কার্যক্রম শনিবার পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার। এ সময় জেলার কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিকল্পে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের আহবানে সাড়া দিয়ে ডিলারগণের সার বিতরন কর্মকান্ডে স্বচ্ছতা এবং গতিশীলতা দেখে ইউএনও সন্তোষ প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলার কোথাও সারের সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী অবৈধপন্থায় নিজে লাভবান হওয়ার মানসিকতা নিয়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করতে পারে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিটি ইউনিয়নে সার ডিলারদের সার্বিক কার্যক্রম মনিটরিং অব্যাহত থাকবে।

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com