চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :১৯ অক্টোবর-২০২২,বুধবার।
নেত্রকোনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষনের দায়ে ইব্রাহিম মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার বিজ্ঞ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক মো. ইফতেখার বিন আজিজ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার তেলীগাতি গ্রামের ইব্রাহিম মিয়া গত ২০১৫ সালের ৩ মার্চ সন্ধ্যায় একই গ্রামের ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে পেয়ে ধর্ষন করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ধর্ষকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। অভিযোগ প্রমানীত হওয়ায় বুধবার আদালতের বিচার মো. ইফতেখার বিন আজিজ আসামি ইব্রাহিমের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। সরকার পক্ষে আইনজীবি ছিলেন বিশেষ পিপি অ্যঅডভোকেট রাসেল আহমেদ খান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসাদুল হক আকন্দ।