Logo
ব্রেকিং :
নেত্রকোনায় জাতীয় মহিলা সংস্থার কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে ডাকাতির মালামাল ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন আব্দুস সালাম কেন্দুয়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনা-৪ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দৌলতদিয়ায়  নারী ও শিশুদের সুরক্ষা ও ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  সহিংসতা ছেড়ে আশাকরি বিএনপিও নির্বাচনে আসবে— স্বাস্থ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন উল্লাসে আসছে নাগরপুর   মানিকগঞ্জ-১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র নিলেন এস.এম জাহিদ নেত্রকোনায় বিএনপির আন্দোলনে সক্রিয় রোটারিয়ান নাজমুল হাসান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

​​​​​​​নেত্রকোনায় ৩২১টি আশ্রয়কেন্দ্রে ১ লক্ষ মানুষের ঠাঁই

রিপোর্টার / ১১২ বার
আপডেট বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

মোঃ খান সোহেল প্রতিনিধি নেত্রকোনা:২৩ জুন-২০২২,বৃহস্পতিবার।
নেত্রকোনা জেলার বন্যা কবলিত এলাকার ৩২১টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লক্ষ পানিবন্দি মানুষ ঠাই নিয়েছেন। ক্ষতিগ্রস্থ মানুষের সাথে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে ১১ হাজার ৫৭৮টি গবাদিপশু। সোমবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার বেশ কয়েকটি বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে শুকনো ও রান্না করা খাবার বিতরন করেছেন। বন্যা কবলিত এলাকাগুলোতে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় জেলার আশ্রয়কেন্দ্র প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল আলম খান জানান, জেলার আটপাড়া উপজেলার খিলা উচ্চ বিদ্যালয়, মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়, খালিয়াজুরী উপজেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, শালদিঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ স্মৃতি উচ্চ বিদ্যালয়, পালগাঁও উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা উপজেলার বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বন্যা আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ হাজার মানুষ তাদের গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ বলেন, জেলার বন্যা কবলিত এলাকার ৩২১টি আশ্রয়কেন্দ্রে ৯৯ হাজার ৮৫৩ জন আশ্রয় নিয়েছেন। এরমধ্যে পুরুষ রয়েছেন ৪৫ হাজার ৫৫৭ জন, নারী ৪১ হাজার ৮১৭ জন। শিশু রয়েছেন ১১ হাজার ৭৬৩ জন এবং প্রতিবন্ধী রয়েছেন ৭১৬ জন। আশ্রয়কেন্দ্রে সকলের স্বাস্থ্য সুরক্ষায় ৮৫টি মেডিকেল টিম কাজ করছেন। প্রতিটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরন করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রে রাখা ১১ হাজার ৫৭৮টি গবাদিপশুর খাদ্যের যোগান দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com