চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২০ নভেম্বর-২০২৩,সোমবার।
আগামী ৭ জানুয়ারী নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদারের সুযোগ্য কন্যা উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার সোমবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, দূর্গাপুর উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এলাকার উন্নয়নের রূপকার জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার সোমবার দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শোডাউন করে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আ’লীগ কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের প্রার্থী হওয়ায় তিনি দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন।