চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা : ২০ নভেম্বর-২০২৩,সোমবার।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ১৫৮ নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর সোমবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, নেত্রকোনা জেলা আ’লীগের আ’লীগের সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীরের নেতৃত্বে নেত্রকোনা ও বারহাট্রা উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোডাউন করে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আ’লীগ কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগ সরকার বার বার দরকার।