স্টাফ রিপোর্টার, নেত্রকোনা ঃ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪, মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব জেলা আ’লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, নেত্রকোনা জেলা আওয়ামীলীগ, মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী উপজেলা আ’লীগের সভাপতি-সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শনিবার সকালে ধানমন্ডী ৩২ রাজনৈতিক কার্যালয় থেকে জেলা আ’লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান এমপি নেত্রকোনা-৪ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সাজ্জাদুল হাসান এমপির হাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগের দলীয় ফরম তুলে দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় কেন্দ্রীয আ’লীগ নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আ’লীগের নেতার্মীরা উপস্থিত ছিলেন।