নোয়াখালী প্রতিনিধি:১৭ ফেব্রুয়ারী,রবিবার।
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের বাউরকোর্ট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে নোমান হোসেন (৪৫) ও বাবুল মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাপ্পী (১২)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। নিহত বাপ্পী জয়াগ আইডিয়াল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন নোমান। এসময় বাপ্পীও সেখানে ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি