শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:১৮ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল দিবস পালিত হচ্ছে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, কেক টাকা, র্যালি ও আলোচনা সভা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন সহ সরকারী বিভিন্ন দপ্তরসমূহ। পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে ‘‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবস্ত নির্ভীক’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা সহ প্রমুখ। সেমিনারে জেলা পর্যায়ের সরকারী দপ্তর সমূহের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভা ও জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৃথকভাবে কেক কাটা ও আলোচনার আয়োজন করা হয়েছে। এ দিকে লোহাগড়ার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনুরুপ কর্মসুচী পালিত হয়েছে ।