শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:০৪ নভেম্বর-২০২২,শুক্রবার।
নড়াইলে স্বামীর পরকীয়ার কারনে নিজ ঘরে স্ত্রী কে গলা কেটে ও পুড়িয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আছিয়া খানম (২২)। তিনি ওই গ্রামের রনি শেখের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী রনি শেখ বাড়ি থেকে পালিয়েছে ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামের এখলাছ শিকদারের মেয়ে আছিয়া খানম। গত চার বছর আগে একই গ্রামের লিটু শেখের ছেলে রনি শেখের সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহ শুর“ হয়। রনি শেখ অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কারণে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে কলহ বেধে থাকতো।
শুক্রবার দুপুর ১২টার দিকে রনির বসত ঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে এলাকার লোকজন এসে আগুন নেভায়। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলা কাটা ও পুড়ে যাওয়া মরদেহ। বিছানার চাদর, তোশক, কাঁথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে গেছে
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে স্বামী তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনি শেখ পালিয়ে গেছে। ওই বাড়িতে সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী থাকতো। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।