Logo
ব্রেকিং :
মলদ্বারে রেখে হেরোইন পাচারকালে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা  নীলফামারী-৪ আসনে আ’লীগের ৩, জাপার ২ নেতা সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল  মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নড়াইলে ৫৮৫টি মন্ডপে চলছে শারদীয় দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্ততি

রিপোর্টার / ৫৬ বার
আপডেট বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:২৯ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীপূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজাকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নড়াইলের তিনটি উপজেলার ৫৮৫টি মন্ডপে প্রতিমা শিল্পীরা নিজেদের সাধ্যের সবটুকু উজাড় করে রং-তুলির আঁচড়ে তাদের পরম আরাধ্য দেবীকে দৃষ্টিনন্দন করে তুলতে কাজ করছেন। এ ছাড়া আনুষঙ্গিক অন্যান্য প্রস্ততিও চলছে পুরোদমে। ৫ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর নড়াইল জেলায় মোট ৫৮৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নড়াইল সদর উপজেলায় ২৬৮টি ,লোহাগড়া উপজেলায় ১৫২টি এবং কালিয়া উপজেলায় ১৬৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু জানান, এ বছর জেলা শহরসহ ৩টি উপজেলায় মোট ৫৮৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শেষ সময়ে মন্ডপে প্রতিমায় রংতুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা।

নড়াইল জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন জানান, দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে নড়াইল জেলা পুলিশ বদ্ধপরিকর। প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত পূজার সকল আয়োজনের নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। হিন্দু নেতারা ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে সুধীজনের পরামর্শ ও মতামতের আলোকে পরিকল্পনা সাজাতে এরই মধ্যে জেলা সদরসহ প্রত্যন্ত এলাকায় মতবিনিময় ও সভা-সমাবেশ করেছি। এছাড়াও যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে প্রতিটি মÐপে সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো ও যথাযথ বেষ্টনীর ব্যবস্থা করা হয়েছে। #

 

 

 

 

 

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com