শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:০৮ অক্টোবর-২০২২,শনিবার।
নড়াইলের নড়াগাতীতে ‘মরহুম আব্দুল হক খান সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) যোগানিয়া ডিএন মাধ্যমিক মাঠে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক নড়াইল জেলাসহ গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনার চারটি দল অংশ গ্রহণ করে।
বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব আসাদুজ্জামান, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা, বীরমুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখসহ প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে ফ্রিজ পুরস্কার দেয়া হয়।