Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল নেত্রকোনা-২ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল টাঙ্গাইলের পোড়াবাড়ীতে বাদী মামলা প্রত্যাহার না করায় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা দৌলতপুরে মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নওগাঁয় বর্নাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন

রিপোর্টার / ৬৩ বার
আপডেট শনিবার, ২৫ জুন, ২০২২

 কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি :২৫ জুন-২০২২,শনিবার।

পদ্মাসেতু’র উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানের অংশ হিসেবে নওগাঁ জেলা সদরসহ বিভিন্ন উপজেলা সদরেও ছিল উৎসবের আমেজ।

জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯ টায় বের করা হয়  এক বিশাল শোভাযাত্রা। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি নওযোয়ান মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে মুক্তির মোড়ে উদ্বোধনী মঞ্চে এসে শেষ হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান র‌্যালী নেতৃত্ব দেন।

পরে সেখানে বড়পর্দায় বিটিভি’র  সৌজন্য পদ্মাসেতূর মাওয়া পয়েন্ট থেকে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।

একই সাথে জেলা অন্যান্য ১০টি উপজেলা সদরে অনুরুপভাবে পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এদিকে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার সকল সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করছে।

এ ছাড়াও এ উপলক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যা থেকে বিভিন্ন সরকারী, বেসরকারী গুরুত্বপূর্ণ ভবনসমূহে করা হয়েছে  আলোকসজ্জা।#


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com