মোঃ খান সোহেল ,নেত্রকোনা প্রতিনিধি:১০ জুলাই-২০২২,রবিবার।
পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে স্বঠিক অভাবী পরিবারকে চিহ্নিত করে ভিজিএফ কার্ড বিতরণ করলেন পৌর মেয়র এর সহধর্মিণী মিসেস সুরমী আক্তার ( সুমী) মানুষের দোয়ারে দোয়ারে ঘুরে স্বঠিক অভাবী পরিবারকে চিহ্নিত করে ভিজিএফ কার্ড বিতরণ করলেন দুর্গাপুর-পৌর মেয়র এর সহধর্মিণী মিসেস সুরমী আক্তার (সুমী) এ যেন এক অবাক করা দৃষ্টান্ত।জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বঠিক অভাবী পরিবারকে চিহ্নিত করে পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে দুর্গাপুর পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে নিজে উপস্থিত থেকে ধনী-গরিব পার্থক্য নির্ণয় করে, আমাদের সবার প্রিয় দুর্গাপুর পৌর মেয়র জনাব মোঃ আলা উদ্দিন মহোদয়ের পক্ষ থেকে – দারিদ্র্য মানুষের কাছে ভিজিএফ কার্ড বিতরণ করলেন – পৌর মেয়র এর সহধর্মিণী মিসেস সুরমী আক্তার {সুমী}