পাবনা প্রতিনিধি :১১এপ্রিল -২০১৯,বৃহস্পতিবার।
পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় দুই গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার হাসিনা খাতুন (৪৫) ও লস্করপুর গ্রামের ফিরোজা খাতুন (৪৮)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার শিবপুর গ্রামে তোফাজ্জল প্রামাণিকের বাড়িতে তার কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। বিকেলে ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে শিমুলতলা এলাকায় চাটমোহর থেকে পাবনাগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানের আরোহীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুন ও ফিরোজা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ওসমান প্রামাণিক নামে ট্রাকের হেলপার ও ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হেলপার ও ট্রাককে থানায় নিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি