কালের কাগজ ডেস্ক: :২৩ ফেব্রুয়ারি শনিবার।
প্রথমে চকবাজার, এরপর পর্যায়ক্রমে পুরো পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারের অগ্নিদুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।’ শুধু চকবাজার থেকে নাকি পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে চকবাজার এলাকা থেকে সরানো হবে। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে।’
পুরান ঢাকায় মজুদ সব কেমিক্যাল ও রাসায়নিক পদার্থ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পুরান ঢাকা থেকে অবৈধ সব কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইতোমধ্যে অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নিতে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
তিনি আরও বলেন, ‘চকবাজারের চুড়িহাট্টার আগুনের ঘটনায় গঠিত তিন তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ২-৩ দিনের মধ্যে পাওয়া যাবে। এ ঘটনার তদন্ত প্রতিবেদন খুব সতর্কতার সঙ্গে দেখা হবে। রিপোর্টগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এগুলো হচ্ছে—লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের শনাক্ত করা ও ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা।’
উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি