চন্দন চক্রবর্তী ,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৬ নভেম্বর-২০২২,রবিবার।
নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সু-শৃঙ্খল জীবন যাপন করতে হবে। অফিসার এবং ফোর্সের উত্তম পোষাক পরিধান, প্যারেড অনুশীলন, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিস্কার পরিছন্ন রাখতে হবে।
জেলা পুলিশের উদ্যোগে রোববার জেলা শহরের কুড়পার পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সদের কিট প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এসব কথা বলেন। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন প্রমুখ।