Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে –নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

পুলিশ ও সাংবাদিকের কাজের ধরন একই: এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন

রিপোর্টার / ২০ বার
আপডেট রবিবার, ১ মার্চ, ২০২০

সিলেট প্রতিবেদক:০১ মার্চ ২০২০,রবিবার।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন,পুলিশ ও সাংবাদিকের কাজের ধরন একই। সাংবাদিক এবং পুলিশ মুদ্রার এপিঠ ওপিঠ। সাংবাদিকরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে সমাজের গভীর থেকে বিভিন্ন তথ্য তুলে এনে তা গণমাধ্যমে প্রকাশ করে দেশের কল্যাণ করেন। পক্ষান্তরে পুলিশ ও সব তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন অভিযান চালিয়ে সমাজ থেকে অপরাধ,বিশৃঙ্খলা দূর দেশ ও জাতির কল্যাণ করে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবে দৈনিক সিলেট ডটকমের দশম বর্ষে পর্দাপন উপলক্ষে আয়োজিত আনন্দ সমাবেশে তিনি একথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কেক কেটে আনন্দ সমাবেশের উদ্বোধন করেন।‘সাফল্যের নয় বছর’ শীর্ষক একটি স্বারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।আনন্দ সমাবেশে অংশ নেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জিদান আল মুসা, এডিশনাল পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান, সিলেট চেম্বারের সভাপতি এটিএম সুয়েব আহমদ, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট ওমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়,সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, মহানগর সভাপতি আলম খাঁন মুক্তি,কাউন্সিলর শওকত আমীন তৌহিদ, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের ডিজিএম মো: জসিম উদ্দিন খন্দকার, এজিএম মো: শাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই-এর সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন,ইলেট্রিনিক টেকনিশিয়ান সমিতির সভাপতি এম এ হান্নান, ব্যবসায়ী নেতা এএইচ তাপাদার রুহেল, কলামিস্ট নওরোজ জাহান মারুফ, আবাসন ব্যবসায়ী কালাম আশরাফ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক আবু তালেব মুরাদ, প্রবাসী সাংবাদিক মিসবা জামাল।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যরা হলেন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি মোঃ:গোলজার আহমদ, কোষাধক্ষ্য মেহেদি কাবুল, সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, কার্যকরী পরিষদের সদস্য ফারহানা বেগম হেনা, সাধারণ সদস্য মাহমুদ হোসেন খান,শহীদুর রহমান জুয়েল, সাজলু লস্কর, মো: কামাল আহমদ, ফাহাদ মারুফ, সেলিম আহমদ,আব্দুল হাসিব, এম এ ওয়াহীদ চৌধুরী, মাজহারুল ইসলাম সাদি,দেবব্রত রায় দিপন, মো: আলমগীর আলম, জহিরুল ইসলাম মিশু মশাহীদ আলী,তারেক আহমদ খান প্রমুখ।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মুহিত চৌধুরীর সম্পাদনায় সিলেট থেকে বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেট ডটকম ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com