নিজস্ব প্রতিবেদক:০৬ জুন-২০২০,শনিবার।
গত ০৩/০৬/২০ইং তারিখে ”দিকদর্শন ” নামক অনলাইন পোর্টলে করোনা দুর্যোগেও এমপি দুর্জয়ের বেপরোয়া দখল বাণিজ্য” শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয় সে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা তার প্রতিবাদ লিপিতে বলেন, মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় ও তার চাচা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু এবং আমাকে জড়িয়ে ”দিকদর্শন ” নামক অনলাইন পোর্টলে যে সংবাদ পরিবেশন করেছেন তা সর্ম্পূণ বানোয়াট ও মিথ্যা ,বৃত্তিহীন,উদ্দেশ্য, প্রয়নীত,হেয়প্রতিপূর্ণ,ষড়যন্ত্র মুলক।
তিনি বলেন,জেলা প্রশাসক মহোদয় দৌলতপুর বাজারে সমেত পুর রোডে ১৮ জন দোকান মালিককে পজিশন বরাদ্দ দিয়েছে। সেখানে তারা দোকান ঘর উত্তোলন করে দোকানদারী করে জীবিকা নিরবাহ করছে । সেখানে সংসদ সদস্য ও এমপির চাচা টিপু এবং আমার কোন সংপৃক্ততার কোন সুযোগ নেই।
তিনি বলেন, জীবনের ঝুকি নিয়ে মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় করোনা যুদ্ধে কর্মহীন গরীব অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে দৌলতপুর-ঘিওর-শিবালয়ের চরাঞ্চলের গ্রাম-গঞ্জে ছুটে বেড়াচ্ছেন।
তিনি বলেন, ঠিক একটি কু-চক্রী মহল তাদের স্বার্থ হাসিল করার লক্ষে সংসদ সদস্য ও এমপির চাচা টিপু এবং আমার বিরুদ্ধে সর্ম্পূণ বানোয়াট ও মিথ্যা ,বৃত্তিহীন,উদ্দেশ্য, প্রয়নীত সংবাদ প্রকাশ করেছে। পত্রিকাটি সঠিক বিষয়ে না জেনেই ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে সংবাদ মাধ্যমকে কুলশিত করে।
আমি সর্ম্পূণ বানোয়াট ও মিথ্যা ,বৃত্তিহীন,উদ্দেশ্য, প্রয়নীত প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।