নিজস্ব প্রতিবেদক:০৩ মে-২০২০,রবিবার।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে যমুনা নদীর ভাঙ্গন কবলিত চরাঞ্চলে কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে করোনা যুদ্ধে চরাঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী নিয়ে চসে বেড়াচ্ছে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডে পরিচালক এ.এম নাঈমুর রহমান দূর্জয় ।
ত্রাণ বিতরণ কালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডে পরিচালক এ.এম নাঈমুর রহমান দূর্জয় বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী আপনাদের হাতে পৌছে দেয়া হচ্ছে। আপনাদের বিশেষ ভাবে বলা হচ্ছে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে যাওয়ার দরকার নেই এবং সামাজিক দুরত্ব বজায় রাখাতে হবে।তিনি বিভিন্ন সচেতনামুলক নিদেশনা তার বক্তব্যে তুলে ধরেন।সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দরিদ্রদের বাড়িতে বাড়িতে ত্রান সামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে।করোনা ভাইরাসের প্রাদূর্ভাব যতো দিন আছে সরকারের ত্রাণ কাযক্রম ততো দিন চলবে। শেখ হাসিনার সরকার যতো দিন আছে একজন মানুষও না খেয়ে মারা যাবে না। ত্রান পৌঁছে দেয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি ত্রাণ বিতরণের সময় উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।
০৩ মে রবিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর দুগম চরাঞ্চলের জিয়নপুর ইউনিয়নের ১০৯টি দিনমজুরকে ১০ কেজি করে চাল,৪১ জেলেকে ৮০কেজি চাল, ৫০ জনকে ২৫০ নগদ টাকা নিম্ন আয়ের পবিরবারের মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা মোস্তারী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম,কৃষি অফিসার ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড:আজিজুল হক, জেলা আওয়ামীলীগের সদস্য ফরিদ আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল,যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুশা, আখিনুল ইসলাম চৌধুরী,শওকত আলী খান,জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন,বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার,চরকাটারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারেক মন্ডল,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম খান মনি,সেচ্ছা সেবক লীগ নেতা এনামুল ইসলাম সাকিব,মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তানিয়া মাহমুদ,যুগ্ম সম্পাদক দেলোয়ারা ডোলেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমান, সহ-সভাপতি বাবু মোল্যা প্রমূখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি