নিজস্ব প্রতিবেদক :৩০মার্চ ২০১৯,শনিবার।
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল। ইতোমধ্যে প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ বেশ কয়েকটি সংস্থা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজর রাখা হচ্ছে। জানা যায়, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রশ্নফাঁস রোধে জাতীয় কমিটির সদস্য ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, প্রশ্নফাঁস রোধে এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায়ও নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি এবার আগাম শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। চলছে মনিটরিং। সাইবার ক্রাইম ইউনিটে লোকবল বাড়ানো হয়েছে। তারা ২৪ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছেন। এদিকে, প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা পুলিশের পাশাপাশি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মাঠে নেমেছে জোরালোভাবে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মোল্লা নজরুল ইসলাম বলেন, প্রশ্নফাঁস রোধে সিআইডির পক্ষ থেকে সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে। জাতির ভবিষ্যৎ বিনির্মাণে প্রশ্নফাঁস ঠেকানো অত্যন্ত প্রয়োজনীয়। শুধু ঢাকা নয়, সারা দেশেই প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার এআইজি সোহেল রানা। তিনি বলেন, র্যাব, পুলিশ, ডিবি, সিআইডির সবাই একযোগে সারা দেশে প্রশ্নফাঁস রোধে ঝাঁপিয়ে পড়েছে। মন্ত্রণালয় থেকে দেওয়া কঠোর নির্দেশনায় সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। প্রত্যেক গোয়েন্দা সেল এ নিয়ে কাজ করছে। অনেকে ছদ্মবেশেও মাঠে তৎপর রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায়ও নিরাপত্তার খাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।