ফরিদপুর প্রতিনিধি ::৩০জানুয়ারী,বৃহস্পতিবার।
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের হতদরিদ্র চায়ের দোকানদার আবুল খায়ের শেখের পুত্র পঞ্চম শ্রেণির ছাত্র আবু সায়েমের লেখাপড়ার দায়িত্ব নিলেন ফরিদপুরের জেলা প্রশাসক।
আবুল খায়ের দীর্ঘদিন অসুস্থ থাকায় সংসারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। একপর্যায়ে লেখাপড়া বাদ দিয়ে বাবার চায়ের দোকানের হাল ধরে পঞ্চম শ্রেণির ছাত্র আবু সায়েম (১১)।
গত ১৯ জানুয়ারি সেবাধর্মী প্রতিষ্ঠান সেপটোস ফোরের সভাপতি শামীম আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরেন। পরে উক্ত বিষয়টি ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার নজরে আসলে তিনি সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারকে সায়েমের খোঁজখবর নিতে বলেন।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আবু সায়েমের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হয় ও তার অসুস্থ পিতার খোঁজখবর নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সেপটোস ফোরের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি