
মিজানুর রহমান ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :২৮ মার্চ-২০২৩,মঙ্গলবার।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ের মাঝিকান্দা তালমার গাং এ প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ব্রীজ, ২৫মার্চ সকালে নির্মানাধীন ব্রীজ ভেঙ্গে পড়ে।
স্থানীয়রা জানায় রাঁতের আধারে নিম্নমানের সামগ্রী দিয়ে তরিগড়ি করে কাজ করে ঠিকাধারী প্রতিষ্ঠান, এছাড়া নির্মান কাজে দেখবাল করার জন্য ছিল না উপজেলা প্রকৌশলী দপ্তরের কেউ। সকালেই জানতে পারি ব্রীজটি ভেঙ্গে পড়ছে। নির্মাণাধীন ব্রিজের পিলারও বেকে গেছে।
এ বিষয় নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন এর মুঠোফোনে একাধিক বার ফোন দিয়ে ফোন বন্ধ রাখায় তার বক্তব্য জানা যায়নি।
উপজেলা সহকারী ইন্জিয়ার (ব্রীজের দায়িত্বে থাকা এসও) মিরান হোসেন বলেন ব্রীজটি ২৭ ইঞ্জি উচ্চতা হওয়ার কারনে ধসে পড়েছে। আমরা এত উচু ব্রীজের কাজ আগে কখনও করি নাই, ঢাকা থেকে পিডি স্যার এসে ব্রীজ পরিদর্শন করেছে এবং অতি দ্রুত ভাঙ্গা ব্রীজ নির্মান করতে নির্দেশ দিয়েছে। আমরা ১৫ দিনেন মধ্যে নির্মান কাজ শেষ করব।জানা যার ব্রীজ ভেঙ্গে পড়ার আগেই ঢাকা থেকে পিডি এসে ব্রীজ পরিদর্শন করে গেছেন।
এলাকাবাসী জানায় ব্রীজটি নির্মানে অনিয়ম হওয়ার কারনে ভেঙ্গে পড়ছে, ভেঙ্গে পড়া ব্রীজের কাজ তড়িগড়ি করে সংস্কার করছে ঠিকাধারী প্রতিষ্ঠান। এলাবাসী বলেন ভাঙ্গা ব্রীজ তড়িগড়ি করে সংস্কার করার কারনে ভবিষ্যতে আবার ভেঙ্গে পড়তে পারে, আমরা ব্রীজটি ভেঙ্গে নতুন করে সংস্কার করার দাবি জানাই।