Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় চাঞ্চল্যকর কাঠমিস্ত্রি খুনের প্রধান আসামী র্যাবের হাতের গ্রেফতার গোয়ালন্দে জাটকা সংরক্ষণে পদ্মায় নৌ  র‍্যালী ও জেলেদের শপথ সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন- দুর্জয় কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ফরিদপুরের প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের স্বীকার স্কুল ছাত্রী

রিপোর্টার / ২৫ বার
আপডেট বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ৩০ জানুয়ারি-২০২০ ,বৃহস্পতিবার।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুরের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী গণধর্ষণের স্বীকার হয়েছে। মোবাইলে প্রেমিক তাকে ডেকে নিয়ে প্রেমিকসহ চার বন্ধুর দ্বারা পাশবিকতার স্বীকার হয় ওই ছাত্রী। মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় ওই ছাত্রী নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ২৪। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিদুল ইসলাম বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যার সাথে মোবাইল ফোনে প্রেম হয় ওই স্কুল ছাত্রীর। ঘটনার দিন প্রেমিক নাসির দেখা করতে এসে মেয়েটিকে মধুমতির চরে নিয়ে যায়। সেখানে প্রেমিক নাসিরসহ ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভিরু মন্ডলের ছেলে হৃদয় মন্ডল, নিখিল চন্দ্র মন্ডলের ছেলে তারক মন্ডল, সঞ্জিত মন্ডলের ছেলে সৈকত মন্ডল, এবং সোহরাব মোল্যার ছেলে নাসির মোল্যা পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ তারক মন্ডল, সৈকত মন্ডল ও নাসির মোল্যাকে গ্রেফতার করেছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার আদালতে চালান দেওয়া হয়।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com