রামপ্রসাদ সরকার দীপু ঘিওর (মানিকগঞ্জ)থেকে :২৭ জানুয়ারী-২০২০,সোমবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পঞ্চরাস্তা মোড়ে প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন ও স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এক মত বিনিময় সভা ঘিওর প্রেসকাবের সভাপতি মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আফিয়া সুলতানা কেয়া, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাস, যমুনা টিভির জেলা প্রতিনিধি বিএম খোরশেদ ,সাপ্তাহিক অগ্নি বিন্দুর সম্পাদক মোঃ আকমল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল,সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ভিকু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ঘিওর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু গৌরাঙ্গ কুমার ঘোষসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসসহ বিশেষ অতিথিদের মধ্যে ক্রেষ্ট বিতরন করা হয়।