ফরিদপুর প্রতিনিধি :0৭জুন-২০২০,রবিবার।
গত ২৪ ঘন্টায় ফরিদপুরে সাত পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৯ জনে। তবে নতুন করে শনাক্ত হওয়া এক ব্যক্তি মারা গেছেন।
রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ (পিসিআর) ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরে নতুন করে যে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গা উপজেলায় ২৯ জন, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও সদরপুরে ৪ জন, সালথায় ৩ জন, ফরিদপুর সদরে ৪ জন, চরভদ্রাসন ও নগরকান্দায় ১জন করে রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৫ জন নারী ও ৩২ জন পুরুষ।
এ তালিকার অন্তর্ভুক্ত ভাঙ্গায় করোনা শনাক্ত মুন্সী মো. মুশা (৬৩) ইতিমধ্যে মারা গেছেন। তিনি ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার বাসিন্দা ছিলেন। গত শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের মৃত্যুবরণ করেন। তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন।
ফরিদপুরে নতুন করে যে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে ৫ থেকে ২০ বছরের বয়সী রয়েছে ৩ জন, ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে আছেন ২৪ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৬ জন, ৬১ বছরের উর্ধ্বে আছেন ৪ জন।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে শনিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬ জনের। এর মধ্যে ফরিদপুরে তিনটি পুরানোসহ ৫০জন, গোপালগঞ্জে ৩ জন, রাজবাড়ীর ২ জন ও মাদারীপুরের ১জন।
গত শনিবার পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৪৭৯ জনের মধ্যে ফরিদপুর সদরে ১১৪ জন, ভাঙ্গায় ১৩১ জন, বোয়ালমারীতে ৬৬, নগরকান্দায় ৩৯, চরভদ্রাসনে ৩৯, আলফাডাঙ্গায় ৩২, সদরপুরে ৩০, মধুখালীতে ১৪ এবং সালথায় ১৪ জন আছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, আলফাডাঙ্গা, সালথা, ফরিদপুর সদর, চরভদ্রাসন ও নগরকান্দায় গত ২৪ ঘন্টায় নতুন করে যে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।