
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ০৬ নভেম্বর-২০২২,রবিবার।
ফরিদপুর-২ শুন্য আসন উপ নির্বাচন শনিবার ৫ই নভেম্বর অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। অবাধ, সুষ্ঠ, নিরেপক্ষ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ভোট ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম,অনেক ভোট কেন্দ্র গুলো দেখা গেছে ভোটার শূন্য। ।ফরিদপুর-২ আসন নগরকান্দা, সালথা ও হাট কৃষ্ণপুরে মোট ১২৩ টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ৪৭২ জন, এর মধ্যে পুরুষ ২ লক্ষ ২৮ হাজর ৭৬২ বাষাট্টি জন, মহিলা- ১ লক্ষ ৫৩ হাজর ১১৬ জন । সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। কেন্দ্র গুলোতে ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী।ইভিএম এর গননা শেষে প্রাপ্ত ফলাফলে জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী পেয়েছেন ৬৮,৮১২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীক পেয়েছেন ১৪,৮৭৮ভোট।৫৩,৯৩৪ভোট বেশি পেয়ে নৌকা প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বেসরকারি ভাবে বিজয় লাভ করেন। জাতীয় সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন, তাদের মধ্যে একজন সদ্য প্রয়াত জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীক, অন্যজন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীক এ্যাভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।
ভোটারদের মধ্যে অনেকেই বলেন জীবনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিলাম, ইভিএম এ ভোট দেওয়া এতো সহজে দেওয়া যায় তা জানতামনা।ভোটাররা অনেকেই মনে করেন যে ইভিএম এ কেমন করে ভোট দিব সেই সংসয় ছিলেন অনেকেই।