কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে:০৯ মে-২০২০,শনিবার।
ফরিদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরো তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে শুক্রবার বিকেলে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ২৪ জন করোনা রোগী শনাক্ত হলো। নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউপির ৪৯ বছর বয়সী ওই টেকনিশিয়ান ছাড়াও করোনা শনাক্ত হয়েছে মধুখালী উপজেলার জাহাপুর ইউপির একটি গ্রামের ২২ বছর বয়সী এক তরুণের। তিনি ঢাকার মিরপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালের গাড়িচালক। পাঁচদিন আগে বাড়িতে আসেন তিনি। এছাড়া আলফাডাঙ্গা উপজেলার বানা ইউপির একটি গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী আরেক যুবকেরও করোনা শনাক্ত হয়েছে। তিনি ঢাকার মীরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার তিনি ফরিদপুরে আসেন। ফরিদপুরের এসপি মো. আলিমুজ্জামান জানান, ওই তিনটি বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে শুক্রবার নতুন করে তিনজন শনাক্ত হওয়ায় জেলা এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার ফরিদপুরের ল্যাবে মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ১০০ ও গোপালগঞ্জের ৭৭টি। পরীক্ষায় ফরিদপুরে তিনজনের এবং গোপালগঞ্জের ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।