Logo
ব্রেকিং :
সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার পাশে মানবতার ফেরিওয়ালা সংসদ সদস্য দুর্জয় ঘিওর ও শিবালয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এসআই সহ ৬ জন আহত । হেরোইন সহ ২ জন গ্রেফতার ফরিদপুরের নগরকান্দায় নির্মানকালে ভেঙ্গে পড়লো ব্রীজ আদমদীঘিতে দুই মাদক সেবির তিন মাসের কারাদণ্ড বগুড়া আদমদীঘিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু নেত্রকোনায় ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা নেত্রকোনায় জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

রিপোর্টার / ২৩ বার
আপডেট মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে:১০ মার্চ-২০২০,মঙ্গলবার।
ফরিদপুরের সালথা উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। সোমবার রাতে উপজেলার ভাওয়াল ইউপির ইউসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। সোমবার সন্ধ্যায় ইউসুফদিয়া বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের সমর্থক রাজিবের সঙ্গে প্রতিপক্ষ এনায়েত হোসেনের সমর্থকদের কথা কাটাকাটির পর একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে পূর্ব শত্রুতা চলছিলো। এর জের ধরে রাত ৮টার দিকে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, কাতরা, সড়কি, ভেলা, রামদা ও ইটপাটকেল সহকারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এনায়েত হোসেন বলেন, বাড়ি ফেরার পথে ওয়াহিদুজ্জামানের সমর্থকরা আমার ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় সংঘর্ষে আনিস, সাব্বির, শরিফুল ও রিপনসহ ১০ জন আহত হন। সাবেক উপজেলার চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান বলেন, আমার সমর্থক রাজিবসহ কয়েকজন লোক ইউসুফদিয়া বাজারে গেলে এনায়েত হোসেনের লোকজন তাদের ওপর হামলা করে। এতে আমার ৭/৮ জন সমর্থক আহত হন। সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার বলেন, সংঘর্ষে এসআই মোস্তফাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মো. ওয়াহিদুজ্জামান ও এনায়েত হোসেনসহ ৩০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩ শ’জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন এসআই মোস্তফা।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com