কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ০৭ ই মার্চ-২০২০,শনিবার।
ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। শনিবার সকাল ৮টায় ফরিদপুর শহরের থানা রোড় এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প ম্যাল্য অর্পন করা হয় ফরিদপুর সদর আসনে এমপি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এর পক্ষে দলটির নেতাকর্মিরা। এরপর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ পুষ্প ম্যাল্য অর্পন করে। এ সময় স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা আওয়ামীলীগের যূগ্মসম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এইচএম ফুয়াদ, আবু নাইম, অ্যাড. জাহিদ ব্যাপারী, সোহেল রেজা বিপ্লব, আক্কাস হোসেন, স্বপন পাল প্রমুখ।