কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে:১৫মার্চ-২০২০,রবিবার।
ফরিদপুরে “মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব ফরিদপুরের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এই কর্মসৃচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদ্দীন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। কবি জসীম উদ্দীন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। সভায় আরো বক্তব্য রাখেন জেলা চেম্বার অফ কমার্স এর সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশিদ, জেলা ক্যাবের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ। ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের যথাযথ প্রয়োগে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
কালের কাগজ/পতিনিধি/জা.উ.ভি