কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ১৮জানুয়ারি-২০২০,শনিবার।
“অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধি কর” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে সঞ্চয় সপ্তাহ দিবস উদ্ধোধন করা হয়েছে। ১৮ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে এ সঞ্চয় সপ্তাহ দিবস উদ্ধোধন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী দিবসটির উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মুহাম্মদ হুমায়ূন কবীর । পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মনোজ্ঞ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা সঞ্চয় অফিস/ব্যুরো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা সঞ্চয় অফিস/ব্যুরো সহকারী পরিচালক কে.এম. রাজিবুল হাসানের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা সঞ্চয় অফিস/ব্যুরো সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সঞ্চয় অফিসার সুব্রত কুমার সাহা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিও কর্মচারী বৃন্দ।