কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ২১ মার্চ-২০২০,শনিবার।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি নেওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কাউলিবেড়া বাজারের আনন্দ রাইস স্টোরকে ২০ হাজার, আকাব্বার রাইস স্টোরকে ১০ হাজার, কায়েস রাইস স্টোরকে ৫ হাজার, সাইদুল রাইস স্টোরকে ৫ হাজার এবং কাঁচা মালের আড়তদার আউয়াল হোসেন ও আরিফুর রহমানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুর রহমান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট দেখিয়ে জনসাধারণের কাছে মূল্য তালিকা ছাড়াই চড়া মূল্যে এসব পণ্য বিক্রি করছিল। খবর পেয়ে বিভিন্ন বাজার তদারকি করে কয়েকজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।