কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ১০ ফেব্রুয়ারি-২০২০,সোমবার।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান সিমকার্ড ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা সোমবার ভোরে মিয়া পাড়া গ্রামে অভিযান চালায়। এসময় আটক করা হয় সামাদ হাওলাদার (২৫) ও মোঃ ইলিয়াস বেপারীকে (৩৪)। প্রতারক চক্রের হেফাজতে থাকা বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৯টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানীর ৪৭টি সীমকার্ড ও ১টি রাউটার জব্দ করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দীর্ঘদিন ধরে বিকাশ প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। আটককৃত দুইজনকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।