কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ০৭ মার্চ-২০২০,শনিবার।
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বারোখাদা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ঐ যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে বারোখাদা এলাকার রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু জানান, রাতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানালে আমি থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে লুঙ্গি ও ফুলহাতা শার্ট ছিল। কোতয়ালী থানার ওসি জানান, উদ্ধারকৃত লাশের গায়ে ধারালো অস্ত্রদিয়ে আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে, ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর দুবৃর্ত্তরা লাশটি ফেলে রেখে যায়। এ বিষয়ে তদন্ত চলছে। লাশের পরিচয় সনাক্ত হয়নি।