কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ১৮ মার্চ-২০২০,বুধবার।
ফরিদপুরে চাঞ্চল্যকর রাব্বী শেখ (২২) হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-8)। গ্রেপ্তার ওই আসামির নাম ফারুক হাওলাদার ওরফে চ্যাও ফারুক (৩২)। সে শহরের পশ্চিম আলিপুর মহল্লার মৃত করিম হাওলাদারের ছেলে। র্যাব-৮-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে শহরের পশ্চিম আলিপুরে অভিযান চালিয়ে ফারুক হাওলাদারকে তার বাসা হতে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ মার্চ) সকালে তাকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। নিহত রাব্বি আলিপুর মহল্লার মৃত শেখ নুরু ও রানী বেগমের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। রাব্বি ফরিদপুর নিউ মার্কেটের রেডিমেড গার্মেন্টসের দোকানে কাজ করত ও পাশাপাশি মামার হোটেলে সময় দিত। কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন জানান, গত ১০ জানুয়ারি শহরের আলিপুর গোরস্থানের সামনে ধরে নিয়ে যেয়ে রাব্বিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৪ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাব্বিকে হত্যার ঘটনায় তার মামা বিল্লাল শেখ বাদী হয়ে ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এর আগে কালা রাজন (২৫) নামে আরেক আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়।