কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে:১৪ মে-২০২০,বৃহস্পতিবার।
ফরিদপুর শহরের সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত মুখ বিশিষ্ট সংগীতশিল্পী রশীদ আহম্মেদ তিতু হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের হাবেলী গোপালপুর মিশন হাউস এর নিজ বাস ভবনে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৬ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। রশীদ আহম্মেদ তিতু ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম রকিব উদ্দিন আহম্মেদ ও ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বেগম লায়লা চৌধুরীর একমাত্র পুত্র। তার বয়স হয়েছিল ৫১ বছর । মৃত্যুকালে তিনি মাতা , স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জহুর গোপালপুর রেল কলোনী জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্টিত হয়। জানাজা শেষে শহরের আলীপুর কবরস্থানে দাকে দাফন করা হয়েছে। রশীদ আহম্মেদ তিতুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ফরিদপুর শহরে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছে । তার মৃত্যুতে ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক আহমেদ কামাল রইসী ও যুগ্ন-সম্পাদক মাহবুব হোসেন পিয়াল গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তারা মরহুম রশীদ আহম্মেদ তিতুর আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।