কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ০৪ ফেব্রুয়ারি-২০২০,মঙ্গলবার।
“সবার আগে নাগরিক” এই শ্লোগান ধারন করে ফরিদপুরে দিনব্যাপী স্বাস্থ্যখাতে জড়িত চিকিৎসকসহ অন্যদের নিয়ে অনুষ্ঠিত হলো নাগরিক সনদের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন। মঙ্গলবার সকালে ফরিদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ উষা রঞ্জন চক্রবর্তী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান, ডাঃ খন্দকার আব্দুল্লাহ হিস সাদ প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন ডাক্তার সহ অন্যান্যদের আরো বেশী আন্তুরিক হয়ে হাসপাতালগুলোতে সেবা দিতে হবে। যাতে কোন রোগিই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।