কামরুল হাসান জুয়েল ফরিদপুর থেকে: ১৮ মার্চ-২০২০,বুধবার।
ফরিদপুর পৌরসভার জুবিলী ট্যাংক পুকুরের চার পাশে পৌরবাসীদের সকাল-সন্ধ্যা ওয়াকিং এবং ব্যায়ামের জন্য তৈরী করা দৃষ্টি নন্দন ওয়াক ওয়ে খুলে দেয়া হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ওয়াক ওয়ে সকলের জন্য উন্মক্ত করেন পৌরসভার প্র্যাপ ষ্ট্যাডিং কমিটির সভাপতি কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল। ফরিদপুর পৌরসভার উদ্যোগে ও ব্র্যাক আরবান ডেভেলপ্টমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় জুবিলী ট্যাংক পুকুরের চার পাশে ১ হাজার ৮৮ ফিট রাস্তা ও নারীদের জন্য আলাদা ঘাট নির্মাণ ও তাদের পোষাক পরিবর্তনের জন্য চেঞ্জিং রুম নির্মাণ করা হয়েছে। এছাড়াও পুকুরের চার পাশে সৌন্দর্য বর্ধন, সোলার লাইটসহ দৃষ্টি নন্দন লাইটিং করা হয়েছে। এ ব্যাপরে ব্র্যাক আরবান ডেভেলপ্টমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ইকরাম হোসেন জানান, ওয়াক ওয়ের আরো কিছু রংয়ের কাজ এবং লেজার লাইটিং এর কাজ রয়েছে, সে গুলো দ্রুত সম্পন্ন করা হবে, তখন ওয়াক ওয়ে অরো সুন্দর হবে। ওয়াক ওয়ে সকলের জন্য উন্মক্ত ঘোষনা করেন প্র্যাপ ষ্ট্যাডিং কমিটির সভাপতি কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল পুকুরটি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ওয়াক ওয়েটি স্বাস্থ্যকর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পুকুরের ভেতর কেউ ময়লা আবর্জনা ফেবেন না। মনে রাখবেন এটি আপনাদের সম্পদ, এটির রক্ষনাবেক্ষন করার দায়িত্বও আপনাদের।