কালের কাগজ ডেস্ক:১৯ জানুয়ারী,শনিবার।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফের গণধর্ষনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এক নারীকে (২৯) তিন ব্যক্তি ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জাকের হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
ওই নারীর তথ্যের বরাত দিয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাছান বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে এক নারী থানায় এসে অভিযোগ করে বলেন, শুক্রবার রাত ১ টার দিকে একই এলাকার জাকের হোসেনসহ ৩ ব্যক্তি তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যান।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গণধর্ষণের সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের এমন ঘটনা ঘটলো।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি