মানিকগঞ্জ প্রতিনিধি:২১ মার্চ-২০২০,রবিবার।
ফেসবুকে করোনা ভাইরাস সংক্রান্ত গুজব ছড়ানোর অপরাধে মুক্তিযুদ্ধ মঞ্চ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন অভিকে আটক করেছে পুলিশ।আটক সাদ্দাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা চরখন্ড গ্রামের নওশের আলম মাষ্টারের ছেলে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ১১টা ২৩ মিনিটের সময় সাদ্দাম হোসেন অভি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু ও ৩ জনকে ঢাকায় স্থানান্তর’ লিখে গুজব ছড়িয়ে দেন। এটি পুলিশে দৃষ্টিতে আসার পর, অভিযান চালিয়ে বাচামারা বাজার থেকে সন্ধ্যায়ই তাকে আটক করা হয়।
আটক সাদ্দামকে আজ (শনিবার) সন্ধ্যায় আদালতের বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
আটক সাদ্দাম হোসেন অভি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলীতে বিএসসি পাশ করেন। শিক্ষাজীবনে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং রাসায়নিক প্রকৌশল বিভাগ ছাত্রলীগের সভাপতির দায়িত্বপালন করেন।
তার বিরুদ্ধে আজ (শনিবার) ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ (খ)(২)/৩১ ধারায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।