সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ২৮ জুন-২০২২,মঙ্গলবার।
বগুড়ায় দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। মঙ্গলবার সকাল ৯টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালীর দৌলতপুর পশ্চিমপাড়া এলাকার রমজান আলীর ছেলে আ: রাব্বী(২৩) এবং চৌদ্দগ্রামের জামিরকোট এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে সফি উল্লাহ(৪৩)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।