সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ ২৭ আগস্ট-২০২২,শনিবার।
বগুড়া র্যাব-১২ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন আক্কেলপুর রোডস্থ মর্তুজাপুর এলাকায় ০১ জন প্রতারক নকল সোনার মূর্তি হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ আগষ্ট ২০২২ ইং তারিখ ১৫.৩০ ঘটিকায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন আক্কেলপুর রোডস্থ মর্তুজাপুর ব্রীজের উত্তরপাশের্^ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কালোবাজারি মোঃ ভুট্টু মিয়া ওরফে লেকির (৩২), পিতা-মৃত জয়বুল্লা মন্ডল, সাং-বারোইল মধ্যপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটকে ০১ টি নকল স্বার্ণের মূর্তি ও মোবাইলসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেই । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে । এ বিষয় এ বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।