বগুড়ায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের জুয়ানপুর গাড়ীদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সন্তোষা গ্রামের সোহেল রানা (৩২) ও সজিব মৃধা (২২)। এদের মধ্যে সোহেল ট্রাকের চালক ও সজিব হেলপার। বগুড়ার র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, লালমনিরহাট থেকে পাবনাগামী একটি ট্রাকে গাঁজার চালান যাচ্ছে। এমন সংবাদে শেরপুর উপজেলার জুয়ানপুর গাড়ীদহ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ট্রাক থেকে ২০ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইলসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৩৩৭) জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বগুড়া র্যাব–১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সরকারি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।