Logo
ব্রেকিং :
আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সভায় সাধারণ সম্পাদকের হাতে সাংগঠনিক সম্পাদকে লাঞ্ছিত নগরকান্দায় জেলা প্রশাসক গোল্ডকাপ -২০২৩ ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত  ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত  নেত্রকোনায় আমন চাল সংগ্রহ অভিযান নেত্রকোনায় ইমামদের চেক বিতরন বর্ধিত সভায় সিদ্ধান্ত নেবো কিভাবে নৌকার প্রার্থীকে বিজয় করা যায় – টাঙ্গাইলে কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময় দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময় নগরকান্দায় আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

বগুড়া আদমদীঘিতে  গাঁজাসহ  গ্রেফতার-২

রিপোর্টার / ৯৬ বার
আপডেট বুধবার, ২৯ জুন, ২০২২

সজীব হাসান,  (বগুড়া) প্রতিনিধি :২৯ জুন-২০২২,বুধবার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা ১২ কেজি গাঁজা জাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৯ জুন বুধবার সকাল ৬টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির হবির মোড় এলাকায় নওগাঁগামী বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার ওই পরিমান গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৩) ও একই উপজেলার শেখটোলা গ্রামের ইনসান আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান জানান, গত বুধবার সকালে ঢাকা থেকে বাস যোগে নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমান গঁাজা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় দলবল নিয়ে মহাসড়কের আদমদীঘির হবির মোড় নামকস্থানে বিআরটিসি বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়া হয়। সকাল ৬টার নওগাঁগামী বি.আর সুপার পরিবহন নামের বাস থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে বাসের এ-৫ ও বি-৫ নম্বর সিটে বসা শহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম নামের যাত্রীর হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ১২ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পন করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com