সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :২৮ জুন-২০২২,মঙ্গলবার।
বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন সোমবার বিকেলে আদমদীঘ ঈশ্বর,পুর্ন,জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। ফাইনাল খেলায় বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার টিম অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় বালক গ্রুপে আদমদীঘি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা গ্রুপে শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আদমদীঘি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে
উপজেলা পর্যায়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেণ, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শামসুল হকসহ নেতৃবর্গ। খেলা পরিচালনা করেন, স্বপন হোসেন। তাকে সহযোগীতা করেন শাহিন আলম ও মোহাম্মদ হোসাইন।